বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ঐকমত্যে পৌঁছাতে আন্তরিকতা ও শ্রদ্ধাশীলতা জরুরি: ড. আলী রীয়াজ

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৪:০৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে এ কথা বলেন তিনি।

আলোচনার অগ্রগতি সম্পর্কে ড. রীয়াজ বলেন, 'আমরা অনেক বিষয়ে একমত হতে পেরেছি, তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি। এ কারণেই আগামী সপ্তাহে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তবে আন্তরিকতা ও শ্রদ্ধার পরিবেশে ঐকমত্য সম্ভব।'

তিনি আরও বলেন, 'পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। স্বল্প সময়ের মধ্যেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাস্তবধর্মী সহযোগিতা চাইছি।'

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী অর্থাৎ তৃতীয় দিনের বৈঠকে পূর্ববর্তী আলোচনার অসমাপ্ত বিষয়গুলো ছাড়াও প্রধানমন্ত্রী পদের মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মৌলিক নীতিমালা, এবং নির্বাচনী এলাকার সীমারেখা নির্ধারণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশন দেশে রাজনৈতিক সমঝোতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ধারাবাহিক বৈঠক করে আসছে।

ইত্তেফাক/টিএইচ