প্রথম ম্যাচ থেকে বিতর্ককে সঙ্গী করে চলছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। কখনো টিকিট বিতর্ক কিংবা কখনো অতিরিক্ত গরমে ম্যাচ খেলা নিয়ে অসন্তোষ, কখনো বা পিচ বিতর্ক। ইউরোপ ফুটবল বিখ্যাত দ্রুতগতির ফুটবল খেলে। অন্যদিকে লাতিন ফুটবল মানে টিকি-টাকা। যার কারণে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে ভিন্ন-ভিন্ন অভিযোগ করছে দলগুলো।
গতকাল 'ই' গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে মাঠে নামে ইন্টার মিলান। ম্যাচটি অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেসের রোজ বোলে স্টেডিয়ামে। ইতালিয়ান ক্লাবটির লক্ষ্য ছিল মন্টেরের বিপক্ষে ভালো ফলাফল নিয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করা। শক্তিমত্তার দিক থেকেও মন্টেরের চেয়ে অনেক এগিয়ে ছিল ইন্টার। তবে ম্যাচে দেখা গেল উলটো চিত্র। ২৫ মিনিটের মাথায় রামোসের গোলে এগিয়ে যায় মন্টেরে। তবে বিরতিতে যাওয়ার আগে অধিনায়ক লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফিরে ইন্টার। বিরতির পর আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
ম্যাচ শেষে ইন্টার অধিনায়ক লাউতারো জানান, মাঠের ঘাস ছিল অতিরিক্ত শুষ্ক। যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তিনি বলেন, 'সব মিলিয়ে আমরা ভালো খেলেছি। পিচ বেশ শুষ্ক ছিল, যার ফলে বল পাস করা কঠিন হয়ে পড়েছিল। আমি আগে এখানে কোপা আমেরিকায় খেলেছিলাম তখনো একই অবস্থা ছিল। আমাদের কেবল মানিয়ে নিতে হবে। এই প্রথম খেলাটি কেমন গেল তা নিয়ে আমি সন্তুষ্ট এবং আমি শান্ত বোধ করছি।'
অন্যদিকে 'এফ' গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে গতকাল রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। এই ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইউরোপের ক্লাব ডর্টমুন্ড। গোলশূন্য ড্র নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দুদলই। ইন্টার এবং মন্টেরের ম্যাচে ইন্টার অধিনায়ক লাউতারোর অভিযোগ ছিল-ম্যাচে ঘাস অতিরিক্ত শুকনা ছিল। যার কারণে তাদের খেলতে অসুবিধা হচ্ছিল।
তবে ডর্টমুন্ড এবং ফ্লুমিনেন্সের ম্যাচ শেষে ডর্টমুন্ড কোচ নিকো কোভাক অভিযোগ করেছেন, ইউরোপের মাঠের তুলনায় এখানে পিচটি তুলনামূলক ভাবে নরম ছিল এবং ঘাস শুষ্ক ছিল না। যার কারণে খেলোয়াড়রা বল নিয়ে ঠিকঠাক ভাবে দৌড়াতে পারছিল না। তিনি বলেন, 'এটি ইউরোপের তুলনায় ভিন্ন ঘাস। আমার কাছে মনে হয়েছে, পিচটি একটু নরম ছিল এবং ম্যাচ খেলার জন্য যথেষ্ট শুষ্ক ছিল না। আমি বলবো আমরা যেভাবে খেলে অভ্যস্ত সেই হিসেবে এখানে বল দ্রুত এগোচ্ছিল না, এটি আমার কাছে মনে হয়েছে। তবে সবাইকে একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে এবং আমরা কোনো অজুহাত খুঁজি না।'