বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৮:৪২

আলোচিত অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাহজালাল বিমানবন্দরে দোকান বরাদ্দ, বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড স্থাপনসহ নানা অনিয়মের ঘটনায় তথ্য চেয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

শমী কায়সার। ছবি: সংগৃহীত

অভিযোগে বলা হয়েছে, বিমানবন্দরে শমী কায়সারের প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’ ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানারসহ নানা কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে। একইসঙ্গে বরাদ্দের ক্ষেত্রেও অনিয়ম খতিয়ে দেখছে দুদক।
 
এদিকে, সরকারি রিলিফের ৬০০ টন চাল আত্মসাতের ঘটনায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরসহ চারজনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

ইত্তেফাক/এসএ