মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানে হামলার ইস্যুতে ওয়াশিংটন দ্বিধাবিভক্ত, মার্কিন কূটনীতিকের মন্তব্য

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৮:৪৬

মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ড বলেছেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ওয়াশিংটনের মতবিরোধের কারণ– ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার 'প্রভাব' নিয়ে নয়। এটি বরং এই জন্য গুরুত্বপূর্ণ যে এই ধরনের পদক্ষেপ আসলেই ইরানের পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত অবসান ঘটাতে পারবে কি না,’ বিবিসি রেডিও ফাইভ লাইভকে বলেন স্যাটারফিল্ড।

মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ড আরও বলেন, "আমেরিকার জন্য ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করা এক জিনিস, আর নিজের বিমান ও অস্ত্র ব্যবহার করে ইরানের মাটিতে হামলা করা অন্য জিনিস।’

ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে। ইরানের পারমাণবিক বোমা তৈরি না করার কথা বলেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ডও। কিন্তু ট্রাম্প তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।

ইত্তেফাক/এনএ