শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

উখিয়ায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট : ১৯ জুন ২০২৫, ২১:৩২

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।

গত বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টা থেকে উপজেলার জালিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। 

উখিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মনজুর আলম, মাদক মামলার এজাহারভুক্ত আসামি শামীম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অলি আহমেদ, সাধারণ নাগরিক তারেক আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকবুল হোসেন মিথুন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দানু মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল বশর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মঞ্জুর ওরফে আবুল মঞ্জুর ও মোঃ জুবায়ের।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এএইচপি