শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধু নিহত

আপডেট : ২০ জুন ২০২৫, ০০:৪০

রেললাইনে বসে গল্প করার সময় চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিসুর রহমান (১৮), রিয়াজ উদ্দিন (১৮)। তারা সবাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। নিহতরা বিএসআরএম স্টিল মিল কারখানায় কর্মরত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নিহত তিন যুবক রেল লাইনের উপর বসে মোবাইল দেখার পাশাপাশি আড্ডায় মেতেছিলো। ট্রেন আসার বিষয়টি তারা টের পায়নি। তবে কোন ট্রেনের তারা কাটা পড়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ জানান, স্থানীয় লোকজন তিন জনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে আমরা মৃত ঘোষনা করেছি। হাসপাতালে আনার আগেই ওই তিন যুবকের মৃত্যু হয়েছিলো। প্রথমে নিহতের স্বজনরা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বলে জানালেও পরে ফোনে তা অস্বীকার করে।

তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই রেলের আঘাতে মৃত্যু হয়েছে কিনা। কিভাবে নিহত হয়েছে সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হযেছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিলো। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে যায়। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি। পরবর্তীতে হাসপাতালে পুলিশ এসেছিলো।

পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট চিনকীর আস্তানা রেলওয়ে মাস্টার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাকে সীতাকুন্ড জিআরপি (রেলওয়ে পুলিশ) থানা থেকে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহতের বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে আমাদের একটি টীম গিয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে তিন জন মারা যাওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে তাদের না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও তাদের লাশ পাওয়া যায়নি। পরে নিহতদের বাড়িতে গিয়ে লাশের সন্ধান পান। জিআরপি পুলিশ ও জোরারগঞ্জ থানা পুলিশ নিহতদের বাড়িতে অবস্থান করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি তারা খেয়াল করেননি।’

ইত্তেফাক/এএম