শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

হাসপাতাল ছেড়েছেন এমবাপ্পে

আপডেট : ২০ জুন ২০২৫, ১৩:০১

পরিপাকতন্ত্রের তীব্র প্রদাহে (গ্যাস্ট্রোএন্টেরাইটিস) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমবাপ্পে। প্রথমে জানা গিয়েছিল জ্বরে ভুগছেন তিনি। এ কারণে রিয়ালের সাম্প্রতিক অনুশীলনে অংশ নিতে পারেননি। খেলতে পারেননি গত বুধবার ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে রিয়ালের ১–১ গোলে ড্র ম্যাচেও।

তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিস’–এ ভুগছেন এমবাপ্পে এবং পরীক্ষা–নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। গ্যাস্ট্রোএন্টেরাইটিস একধরনের পেটের পীড়া, যেখানে পরিপাকতন্ত্রে প্রদাহ বা সংক্রমণ হয়। পেটে ব্যথা, বমি কিংবা জ্বরের মতো উপসর্গ দেখা যায়।

এমবাপ্পের হাসপাতাল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে রিয়াল জানায়,  ‘আজ (গতকাল) বিকেলে হাসপাতাল ছেড়েছেন আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এবং রিয়াল মাদ্রিদ শিবিরে ফিরেছেন। তিনি চিকিৎসা চালিয়ে যাবেন এবং দলে সক্রিয়ভাবে ধীরে ধীরে ফিরবেন।’

রিয়ালের হয়ে এবার নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেছেন এমবাপ্পে। তবে বড় কোনো শিরোপা জিততে পারেননি তিনি। তাই এবার ক্লাব বিশ্বকাপে জয়ে চোখ রাখছেন এই ফরাসি তারকা।

ইত্তেফাক/জেডএইচ