শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

১৮৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ 

আপডেট : ২০ জুন ২০২৫, ১৮:২৭

গল টেস্টে প্রথম ইনিংসে ৪৯৫ রান করে বাংলাদেশ। জবাবে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ১০ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে শক্ত অবস্থানে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়েছে টাইগাররা। 

১০ লিড নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। ২০ বলে মাত্র ৪ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার সাদমান। ৩৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে সুবিধা করতে পারেননি মুমিনুল। দলীয় ৬০ রানে ৪০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন সাদমান। আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরই মাঝে ফিফটি তুলে নেন সাদমান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ ফিফটি।

শান্তকে সঙ্গে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন সাদমান। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন এই ওপেনার। তবে দলীয় ১২৮ রানে ১২৬ বলে ৭৬ রান করে আউট হন তিনি।

সাদমানের বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। আর কোনো উইকেট না হারিয়ে দিনের বাকী খেলা শেষ করেন এই দুই ব্যাটার।

৫৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন।   

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন