প্রথমবারের মত কানাডা সফরে যাচ্ছে ব্যান্ড ‘অ্যাশেজ’। জুলাইয়ে দেশটির মাটিতে পাঁচটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে দলটির।
ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান জানিয়েছেন, জুলাইয়ের ১ তারিখ টরন্টো দিয়ে শুরু হবে তাদের কানাডা ট্যুর।
এরপর ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স এবং ১৩ জুলাই মন্ট্রিয়ালে গান শোনাবে অ্যাশেজ।
কানাডা সফর নিয়ে ইভান গণমাধ্যমকে বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের বিষয়। অন্যান্য দেশে কনসার্টের অভিজ্ঞতা থাকলেও কানাডায় এই প্রথম। এটা আমাদের দর্শকের নিয়ে এক নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি।’
এই গায়ক জানিয়েছেন, দেশে ও দেশের বাইরে দলটির কনসার্টের সংখ্যা আগে থেকে বেড়েছে। এই বছরে যুক্তরাষ্ট্রেও বেশ কিছু কনসার্টের পরিকল্পনা তাদের আছে।
চলতি মাসের শেষে কানাডার যাচ্ছে দলটি। সফর শেষে ১৪ জুলাই দেশে ফিরবে তারা।
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।
২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। অ্যাশেজের দুটি অ্যালবাম রয়েছে, তা হল ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’।
এই দুই অ্যালবামের ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তুমি আয়না দেখো না’, ‘তারাবাতি’, ‘সে আমারে’, 'আমার দিকে তাকিয়ে সে', ‘ছারপোকা’, ‘আয়না’ ‘ধুলোবালি’ সহ আরও কিছু গান রয়েছে যা দর্শকের পছন্দের।