শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে শিশু ও যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০২৫, ২০:২২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন অজ্ঞাতনামা। শুক্রবার (২০ জুন) জেলার বিজয়নগর ও সরাইল উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর গ্রামের বিলের মধ্যে কচুরিপানার স্তূপের ওপরে একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যার পর তার লাশ রাস্তার পাশে কচুরিপানায় উপরে ফেলে রাখা হয়। তিনি বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

অপরদিকে নিখোঁজের ১দিন পর শুক্রবার সকাল ৯টার দিকে সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার জাফর খাল থেকে মো. রাহিম-(১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। মৃত রাহিম সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার আসাদ আলীর ছেলে।

পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু রাহিম নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পায়নি। শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা বাড়ির কাছে জাফর খালে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। 

শিশুটির পিতা আসাদ আলী জানান, তার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বছর খানেক আগে। এরপর থেকে রাহিম একই এলাকায় তার নানী বাড়িতে থাকতো। শিশুটির মা জীবিকার সন্ধানে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। তার ছেলেকে কারা কি কারণে হত্যা করে থাকতে পারে এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারছেন না। 

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আমরা বিষয়টি তদন্ত করছি। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ও যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার