শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

আরেকটি সেঞ্চুরির সুবাস পাচ্ছেন শান্ত, বড় লিড বাংলাদেশের 

আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৪৮

গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪৮ রানে থেমেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সুবাস পাচ্ছেন শান্ত। ৮৯ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছেন তিনি। তার ব্যাটে ভর করে ২৪৭ রানের বড় লিড পেয়েছে বাংলাদেশ।

আগের দিনেই ফিফটির দেখা পেয়েছিলেন শান্ত। মুশফিকুর রহিম ২২ ও শান্ত ৫৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। সাবলীলভাবে ব্যাট করতে থাকেন তারা। তবে হঠাৎ দুর্ভাগ্যের শিকার হন মুশফিক।

দলীয় ২৩৭ রানে ১০২ বলে ৪৯ রানে আউট হন মিস্টার ডিপেন্ডেবল। ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন তিনি। এরপর বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়। 

বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা আর মাঠে গড়ায়নি। ৭৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৬৮ বলে ৮৯ রানে অপরাজিত আছেন শান্ত।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন