গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪৮ রানে থেমেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন এই টাইগার অধিনায়ক। এতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন শান্ত। বাংলাদেশের প্রথম ‘অধিনায়ক হিসেবে’ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি কৃর্তি গড়েছেন তিনি।
শুধু তাই নয় প্রথম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। প্রথমবার করেছিলেন ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। তার ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদশ। দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত থাকেন শান্ত।
আগের দিনেই ফিফটির দেখা পেয়েছিলেন শান্ত। মুশফিকুর রহিম ২২ ও শান্ত ৫৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। সাবলীলভাবে ব্যাট করতে থাকেন তারা। তবে হঠাৎ দুর্ভাগ্যের শিকার হন মুশফিক।
দলীয় ২৩৭ রানে ১০২ বলে ৪৯ রানে আউট হন মিস্টার ডিপেন্ডেবল। ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন তিনি। এরপর বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়।
বৃষ্টি থামলে লাঞ্চের পর খেলা মাঠে গড়ায়। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯০ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। মাঝে লিটন দাস ৩ ও জাকের আলী অনিক ২ রান করে সাজঘরে ফিরে যান।
তবে সেঞ্চুরির পরও রানের চাকা সচল রাখেন শান্ত। শেষ পর্যন্ত ৮৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন শান্ত। শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৬ রান।