গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪৮ রানে থেমেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন এই টাইগার অধিনায়ক। ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। এতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন শান্ত। বাংলাদেশের প্রথম ‘অধিনায়ক হিসেবে’ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি কীর্তি গড়েছেন তিনি।
শুধু তাই নয় প্রথম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। প্রথমবার করেছিলেন ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। এছাড়া টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার শান্ত। টেস্ট ইতিহাসে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন শান্ত।
এর আগে বাংলাদেশের হয়ে একই টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির ঘটনা ঘটে দেশের মাটিতে। শান্তর কীর্তিটা তাই একটু ভিন্ন। টাইগার অধিনায়ক তার এবারের জোড়া সেঞ্চুরি পেয়েছেন গলে, অর্থাৎ দেশের বাইরে।
এছাড়া এশিয়ার মাত্র ৫ জন অধিনায়কের দুই ইনিংসে সেঞ্চুরি আছে। তারা হলেন-ধনঞ্জয়া ডি সিলভা, সুনিল গাভাস্কার, ইনজামাম উল হক, বিরাট কোহলি এবং মিসবাহ উল হক। এবার এই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত।