শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আরেকটা ফ্যাসিবাদ জন্ম দেবে: জামায়াতে ইসলামী

আপডেট : ২১ জুন ২০২৫, ১৭:৩১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতীয় মুক্তি হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। 

শনিবার (২১ জুন) সকালে যশোর জেলায় ‘রুকন শিক্ষা শিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। তিনি বলেন, মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে। 

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখৈন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজি এনামুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। 

ইত্তেফাক/এনএ