প্রথমবার পূর্ণ মেয়াদে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। লিডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে দুর্দান্ত সূচনা করেছেন এই ব্যাটার। টেস্টের প্রথম দিনেই অপরাজিত ১২৭ রানের এক দারুণ ইনিংস খেলছেন তিনি। এমন দুর্দান্ত এক ইনিংস খেলার দিনেই একটি নিয়ম ভঙ্গ করে বিতর্কে জড়িয়েছেন গিল।
শুক্রবার (২০ জুন) লিডসে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। যেখানে ভারত যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতেই ৯১ রান পায়। যা ইংলিশ এই ভেন্যুতে তাদের ওপেনিং জুটিতে সর্বোচ্চ। জয়সওয়াল-রাহুল ভেঙেছেন ৩৯ বছর আগের পুরোনো এক রেকর্ড। এরপর তিনে নামা সাই সুদর্শন অভিষেক টেস্টে ফেরেন ডাক মেরে। তার বিব্রতকর রেকর্ডের পর চার নম্বরে ক্রিজে আসেন গিল।
খেলার মধ্যেই গিলের পরিহিত মোজা নিয়ে বিতর্ক শুরু হয়। তিনি আইসিসির পোশাক সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন। আইসিসির ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রেগুলেশনস’ অনুযায়ী (সর্বশেষ আপডেট মে ২০২৩), টেস্ট ম্যাচে খেলোয়াড়দের সাদা, ক্রিম অথবা লাইট গ্রে রঙের মোজা পরার অনুমতি রয়েছে। সেই সঙ্গে মোজায় দৃশ্যমান কোনো লোগো থাকারও অনুমতি নেই। তবে গিল এই নিয়মের বাইরে গিয়ে ভিন্ন রঙের এবং সম্ভবত লোগোযুক্ত মোজা পরেছেন বলে ধারণা করা হচ্ছে।
আইসিসির বিধান অনুসারে, এ ধরনের লঙ্ঘন ‘লেভেল-১’ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হতে পারে। যদি ম্যাচ রেফারি বিষয়টি আমলে নেন, তবে গিলকে ম্যাচ ফি’র ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। তবে যদি এটি দুর্ঘটনাবশত ঘটে থাকে, যেমন অনুমোদিত মোজা ভিজে যাওয়া বা ব্যবহার অযোগ্য হয়ে পড়া, তাহলে তিনি শাস্তি এড়াতেও পারেন।