ইসরায়েলি বাহিনী দক্ষিণ-পশ্চিম ইরানের সামরিক অবকাঠামোতে আক্রমণ করছে। লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, অঞ্চলটির ঠিক কোথায় হামলা চালানো হচ্ছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজ শহর এবং মাহশাহর বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ওই এলাকাগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।