মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানে হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

আপডেট : ২২ জুন ২০২৫, ০৭:৩৪

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ জুন) সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান।

ইরানে হামলার পর ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সময় রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তিনি দাবি করেছেন, ইরানে তাদের বিমানবাহিনী অত্যন্ত সফল হামলা চালিয়েছে।

ট্রাম্প বলেছেন, “এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানকে এখন অবশ্যই এ যুদ্ধ বন্ধে রাজি হতে হবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

 

ইত্তেফাক/এমএএম