গল টেস্টে জয়ের আশা জাগিয়েও ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে এই টেস্টে নিজেকে প্রমাণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ভালো করলেও অনেক সময় সমালোচনাতে পড়তে হয় শান্তকে। তবে এ সব নিয়ে চিন্তা করেন না টাইগার অধিনায়ক।
ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘সমালোচনা, কথাবার্তা এগুলো তো থাকবেই। একজন প্লেয়ার হিসেবে প্রতিদিন কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি এটা গুরুত্বপূর্ণ। আমার ওয়ার্ক এথিক্স ঠিক আছে কি না, কতটুকু কষ্ট করছি, ইনটেনশন ঠিক আছে কি না এগুলো গুরুত্বপূর্ণ। আমার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করেছি, দলে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’
সমালোচনা নিয়ে মাথা ঘামান না জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আসলে ভাই সত্যি কথা বলতে গেলে, কে আমাকে নিয়ে ভালো কথা বলল, কে খারাপ বলল সেদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি প্রতিদিন আমি কীভাবে আরও ভালো করতে পারি। কোনোদিন হয় কোনোদিন হয় না। খেলাটাই এমন। আসলে কে বেশি প্রশংসা করলো, কে করলো না বা আমি বেশি ডিজার্ভ করি না করি, (তাদের প্রতি) বেশি প্রত্যাশা না থাকাই ভালো।’
তিনি আরও বলেন, ‘আমার ব্যাটিং উপভোগ করছি কিনা, দলে অবদান রাখতে পারছি কিনা এগুলো গুরুত্বপূর্ণ। প্রশংসা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার বাড়তি কোনো চাওয়া নেই, আমি কোনো প্রত্যাশাও রাখি না।’