প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মার্কিন মুল্লুকে। টুর্নামেন্ট শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইতিহাসের সেরা ক্লাব বিশ্বকাপ হবে এটি। ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে প্রায় প্রতিদিনই জন্ম হচ্ছে নতুন বিতর্কের। কখনো তীব্র গরমে ম্যাচ খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে দলগুলো। আবার কখনো বিনা মেঘে বজ্রপাত কিংবা অতিরিক্ত বৃষ্টির কারণে বন্ধ রাখতে হচ্ছে খেলা। সেই সঙ্গে দর্শক খরা তো আছেই। যদিও বিষয়গুলো খুব একটা আমলে নিচ্ছে না ফিফা এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।
এবারের আসরে এখন পর্যন্ত ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ছয়টি মহাদেশ থেকে অংশ নেওয়া ক্লাবগুলোর মধ্যে লাতিন এবং মধ্যপ্রাচ্যের ক্লাবগুলো দেখাচ্ছে চমক। ইউরোপের বড় বড় দলকে রুখে দিচ্ছে দলগুলো। অথচ ইউরোপের দলগুলোকে প্রতি ম্যাচে ফেভারিট ভাবা হতো। ইন্টার মিলান এবং মন্টেরে ম্যাচ থেকে শুরু-চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফাইনালিস্ট ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল মেক্সিকান ক্লাবটি।
ম্যাচ শেষে ইন্টার অধিনায়ক মাঠের ঘাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, মাঠের ঘাস অতিরিক্ত শুষ্ক ছিল। যার কারণে পাস করার সময় বল নির্দিষ্ট গতিতে যাচ্ছিল না। এছাড়াও একই রাতে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বরুশিয়া ডর্টমুন্ড বস নিকো কোভাচ জানিয়েছেন, ইউরোপের মাঠের চেয়ে তুলনায় মাঠ বেশি ভেজা ছিল। যার কারণে বল দ্রুত এগোচ্ছিল না। কেননা ইউরোপের চিরচেনা দ্রুতগতির ফুটবল খেলতে পারেননি তারা। এরপর ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদকে জয়হীন রেখেছে সৌদি ক্লাব আল হিলাল।
তবে ইউরোপ ফুটবলের বর্তমান রাজা পিএসজিকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আরেক লাতিন ক্লাব বোতোফোগো। ব্রাজিলিয়ান ক্লাবটির কাছে ১-০ গোলে হারে দুর্দান্ত ছন্দে থাকা ডেম্বেলে-হাকিমিরা। সেসঙ্গে শুক্রবার রাতে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গোর কাছে চেলসির ৩-১ গোল অবাক করেছে গোটা ফুটবল বিশ্বকে। সেসঙ্গে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। অনেকের মতে, যুক্তরাষ্ট্রের বৈরী আবহাওয়া এবং তীব্র গরমের কারণে ইউরোপের দলগুলো নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না।
অন্যদিকে লাতিন এবং মধ্যপ্রাচ্যের দলগুলো এমন আবহাওয়াতে ম্যাচ খেলে অভ্যস্ত। যার কারণে ইউরোপিয়ানরা টুর্নামেন্টে খাবি খাচ্ছে। এই বিষয়ের সঙ্গে একতা প্রকাশ করেছেন ডর্টমুন্ড বস নিকো কোভাচ। গতকাল রাতে আফ্রিকান ক্লাব সানডাউনসের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্লাব বিশ্বকাপে লাতিনের দলগুলো বাড়তি সুবিধা পাচ্ছে কি না, এমন প্রসঙ্গে জার্মান কোচ নিকো কোভাচ বলেন, 'টুর্নামেন্টে এই মুহূর্তে আবহাওয়ার কারণে লাতিন আমেরিকান ক্লাবগুলো বাড়তি সুবিধা পাচ্ছে। গ্যালারিতে প্রচণ্ড গরম। তাহলে কল্পনা করুন, খেলোয়াড়দের জন্য এটি কতটা কঠিন। স্টেডিয়ামের ভেতরে ছায়াতে যদি তাপমাত্রা ৩২, ৩৩ ডিগ্রি হয়, তাহলে মাঠে আরও ৪, ৫ ডিগ্রি বেশি। এমন আবহাওয়াতে ম্যাচ খেলা কঠিন। বিশেষ করে ইউরোপিয়ানদের জন্য। তবে এটি কোনো অজুহাত হয়, এটি একটি মন্তব্য। লাতিনের ফুটবলারদের জন্য এসব তুলনামূলকভাবে সহজ। কারণ তারা এমন তাপমাত্রার সঙ্গে অভ্যস্ত।'