ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল দল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চলতি আসরেও শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে মার্কিন মুল্লুকে পা রাখেন ভিনিসিয়ুস, এমবাপ্পে, বেলিংহ্যামরা। তবে প্রথম ম্যাচে বড় ধাক্কা খায় জাবি আলোনসোর শিষ্যরা। সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
'এইচ' গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। উত্তর আমেরিকার ক্যারোলিনার শার্লটের আপটাউনের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে মাঠে নামবেন ভিনিসিয়ুস-বেলিংহ্যামরা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে। 'এইচ' গ্রুপের পয়েন্ট টেবিলে বর্তমানে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সালজবার্গের কাছে হেরে টেবিলের তলানিতে আছেন পাচুকা। রাউন্ড ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই রিয়ালের সামনে। অন্যদিকে রিয়ালের কাছে হারলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিবে পাচুকা। তবে এই ম্যাচেও রিয়ালের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমাবপ্পেকে পাচ্ছেন না রিয়াল। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই ফরাসি তারকা। শুধু এই ম্যাচই গ্রুপ পর্বে তাকে পাওয়ার সম্ভাবনা কম।
এছাড়াও 'জি' গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত ১০টায় মাঠে নামবে জুভেন্টাস। অন্যদিকে ৭টায় ম্যান সিটি মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে।