শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ব্যাঙ্গালুরুতে ১১ মৃত্যু, শিরোপা উদযাপনে বিধিনিষেধ জারি

আপডেট : ২২ জুন ২০২৫, ১৬:৫৪

আইপিএলের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এতে বাধ ভাঙা উচ্ছ্বাসে মাতে ভক্তরা। তবে বিরাট কোহলিদের শিরোপা উৎসব রূপ নেয় বিষাদে। শিরোপা জয়ের প্যারেডে পদদলিত হয়ে মারা যান ১১ জন সমর্থক, আহত হন অর্ধশতাধিক।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, ‘বোর্ড বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঝুঁকির দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।’

শুরুতে বিসিসিআই এ ঘটনার দায় নিতে অস্বীকার করলেও পরে তারা তিন সদস্যের একটি কমিটি গঠন করে। এ কমিটি ভবিষ্যতের জন্য নিরাপত্তা নির্দেশিকা তৈরি ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

নির্দেশনাগুলো হচ্ছে–শিরোপা জয়ের ৩ থেকে ৪ দিনের মধ্যে কোনো উদযাপন করা যাবে না। বিশৃঙ্খলা এড়াতে হুটহাট ও তাড়াহুড়ো করে কোনো আয়োজন নয়। বিসিসিআইয়ের পূর্বানুমতি ছাড়া কোনো ইভেন্ট আয়োজন করা যাবে না।

এছাড়া ৪ থেকে ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। প্রতিটি ভেন্যু ও যাতায়াতপথে বহুমাত্রিক নিরাপত্তা টিম রাখতে হবে। দলের বিমানবন্দর থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত চলাচলের সময় সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেলোয়াড় ও স্টাফদের জন্য ইভেন্টজুড়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

শুধু তাই নয়, জেলা পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে এবং সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক ছাড়পত্র ছাড়া কোনো আয়োজন করা যাবে না।

ইত্তেফাক/জেডএইচ