বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মুক্তিপণ না পেয়ে রোহিঙ্গা শিশুকে হত্যা, খালে ভেসে এলো মরদেহ

আপডেট : ২২ জুন ২০২৫, ১৭:৪৪

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. আব্দুল্লাহ (৭) নামে এক রোহিঙ্গা শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার করে খালে ভাসিয়ে দিয়েছে অপহরণকারীরা।

রোববার (২২ জুন) সকালে টেকনাফের হ্নীলা নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ার খাল থেকে মো. আব্দুল্লাহ এর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু মো. আব্দুল্লাহ টেকনাফ ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা মো. হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহর মামা হাবিবুর রহমান বলেন, গত ২০ জুন বিকেলের দিকে ক্যাম্পের নিজ ব্লকে মো. আব্দুল্লাহ খেলা করছিল। সন্ধ্যা হলে বাড়ি না আসায় খোঁজ করেও পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পরে তার বাড়িতে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এক পর্যায়ে আব্দুল্লাহর পরিবার ৪০ হাজার টাকা দেওয়ার জন্য রাজি হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া যায়নি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলার নুরালী পাড়া খাল থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমএম/এমএএস