শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

মারা গেছেন ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার লরেন্স

আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:৪৯

৬১ বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ডেভিড 'সিড' লরেন্স। তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার। এক বছর ধরে মোটর নিউরন ডিজিজে (এমএনডি) আক্রান্ত ছিলেন সাবেক এই ক্রিকেটার। রোববার (২২ জুন) তার পরিবার এই দুঃসংবাদ জানায়।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'রাজকীয় সম্মানপ্রাপ্ত ডেভ লরেন্স এমবিই আমাদের ছেড়ে গেছেন। এমএনডি-এর বিরুদ্ধে তাঁর শেষ লড়াইটিও ছিল অন্য সব যুদ্ধের মতোই সাহসিকতায় ভরা।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'অনুপ্রেরণাদায়ী এই মানুষটি ছিলেন গ্লসস্টারশায়ারের গর্ব। তিনি সবকিছু করতেন পুরোদমে—চ্যালেঞ্জ গ্রহণ করতে কখনো পিছপা হননি। জীবনের শেষ সময় পর্যন্তও তিনি অন্যদের কথা ভাবতেন, উৎসাহ দিতেন—এটাই ছিল তার প্রকৃত রূপ।'

ইংল্যান্ডের হয়ে ৫টি টেস্ট খেলেছেন লরেন্স। গ্লসস্টারশায়ারের হয়ে তিনি ২৮০ ম্যাচে অংশ নিয়ে নিয়েছেন ৬২৫ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৮৮ সালে লর্ডসে টেস্টে অভিষেক হয় তার।

ইত্তেফাক/জেডএইচ