শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

বেরোবি শিক্ষক মাহমুদুল হকের জামিন, বিতর্কের মুখে ওসির বদলী 

আপডেট : ২২ জুন ২০২৫, ২০:৪২

রংপুরে শহীদ ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে এ ঘটনায় বিতর্কের মুখে পড়া হাজীরহাট মেট্রোপলিটন থানার ওসি আব্দুল আল-মামুন শাহকে বদলী করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। 

রোববার (২২ জুন) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতে শিক্ষক মাহমুদুল হকের জামিনের জন্য আবেদন করেন আইনজীবীরা। শুনানী শেষে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মার্জিয়া ইসলাম বেরোবি শিক্ষকের জামিন মঞ্জুর করেন।

সন্ধ্যা ৬টার দিকে শিক্ষক মাহমুদুল হককে তার স্ত্রী ও শিক্ষার্থীরা রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে যান। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী শামীম আল মামুন। 

অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, শিক্ষক মাহমুদুল হককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই মামলা শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করার শামিল। নিহত ছমেস উদ্দিনের কবরের নামফলকে লেখা রয়েছে তিনি পুলিশের ধাওয়ায় মারা গেছেন। তাহলে তিনি শহীদ কিভাবে হলেন! তার মৃত্যুর দীর্ঘ ১০ মাস পর হাজীরহাট থানায় একটি হত্যা মামলা হয়। সেখানে ৫৪ নম্বর আসামী করা হয় শিক্ষক মাহমুদুল হককে। থানা পুলিশ মামলা রুজু হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করেছে। এ থেকে এটি পরিকল্পিত মামলা বলে বোঝা যায়। 

তিনি আরও বলেন, সকালে আমরা শিক্ষক মাহমুদুল হকের জামিনের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আগামী ২৪ জুলাই নতুন তারিখ নির্ধারণ করে। পরে মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হলে অসুস্থ বিবেচনায় শিক্ষক মাহমুদুল হককে জামিন দেওয়া হয়।  

মামলা রেকর্ড ও তড়িঘড়ি করে বেরোবি শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণের ঘটনায় বিতর্কের মুখে পড়েন হাজীরহাট মেট্রোপলিটন থানার ওসি আব্দুল আল-মামুন শাহ। ইতোমধ্যে তাকে বদলী করা হয়েছে। 

রোববার (২২ জুন) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত একটি অফিস আদেশে মহানগর ডিবির পরিদর্শক রাজিবুল ইসলামকে হাজিরহাট থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়। 

এদিকে শিক্ষক মাহমুদুল হককে নিঃশর্ত মুক্তির দাবিতে আদালত চত্বর ও ক্যাম্পাসে মানববন্ধন-বিক্ষোভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এরপর বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবনের উভয় পাশের গেটে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষক মাহমুদুল হকের জামিনের খবরে আন্দোলন থেকে সরে আসে শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ছমেস উদ্দিন (৬৫) হত্যা মামলায় ১৯ জুন (বৃহস্পতিবার) বিকেলে নগরীর ধাপ এলাকার নিজ বাসা থেকে বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

ইত্তেফাক/এএইচপি