শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

সাবেক এমপি ফয়সল বিপ্লব ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৫, ২৩:৩০

রাজধানী থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২২ জুন) রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, তার বিরুদ্ধে মুন্সিগঞ্জেই সুনির্দিষ্ট তিনটি মামলার তথ্য পেয়েছি। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (২৩ জুন) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/এমএএম