বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

করোনা শনাক্ত ২৬, মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা

আপডেট : ২৫ জুন ২০২৫, ১৮:৩৬

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত এক দিনে ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়ায় ৫ দশমিক ২১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৪৪ জনে। আর ২০২০ সালের ১৮ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯ হাজার ৫১৮ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। এ সময়ের মধ্যে নতুন শনাক্তের সংখ্যা ৪৯৯।

ইত্তেফাক/আইএ

এ সম্পর্কিত আরও পড়ুন