ক্ষুদ্রঋণ বা গ্রামীণঋণ নামে পরিচিত গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘আইটি স্পেশালিস্ট’ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত বুধবার (১৮ জুন) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ব্যাংক
পদের নাম: আইটি স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং সিস্টেম, মোবাইল ব্যাংকিং, অথবা এন্টারপ্রাইজ আইটি আর্কিটেকচার বাস্তবায়ন বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা। সাইবার নিরাপত্তা কাঠামো, ডিজিটাল অনবোর্ডিং এবং আর্থিক সফটওয়্যার মান (যেমন, পিসিআই ডিএসএস, আইএসও ২৭০০১) সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ জুলাই, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।