বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

আপডেট : ২৭ জুন ২০২৫, ২০:১৪

প্রতিবছর মুসলিম বিশ্বের জন্য এক অপার আত্মিক প্রশান্তির বার্তা নিয়ে হাজির হয় পবিত্র রমজান মাস। সেই হিসেবে ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি-এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। 

বুধবার (২৫ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি রাতে চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা তাদের বিবৃতিতে বলেছে, যেহেতু ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান অনুকূল থাকবে, তাই ১৮ ফেব্রুয়ারিতেই রমজান শুরুর ঘোষণা আসার সম্ভাবনা জোরালো।

তবে চাঁদ দেখার ক্ষেত্রে সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েতের মতো দেশগুলো জ্যোতির্বিজ্ঞানকে গুরুত্ব দিলেও বাংলাদেশের মতো দেশগুলো চোখে চাঁদ দেখাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করে থাকে। ফলে রমজান কখন শুরু হবে, তা দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে।

 

ইত্তেফাক/এনটিএম/এমএএস