বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দাগ

আপডেট : ৩০ জুন ২০২৫, ১৩:০৯

উচ্চস্বরে বলে যাচ্ছি ধর্ষিতার আমি ভাই
সুযোগ পেলে আমিই আবার নষ্ট বনে যাই।
আমার চোখে আঠারো নাই, আটান্ন নাই 
শুধু মেয়ে মানুষ চাই, মাংসের স্বাদ চাই!

ও বিধাতা- মেয়েমানুষ কি সস্তা ঘোলের চেয়ে
শরীর খেকো শকুনে আজ সমাজ যাচ্ছে ছেঁয়ে!
শঙ্কা মনে এই বুঝি এলো মাংস খেকো বাঘ
মনের ভেতর লুকিয়ে চলে মধ্যরাতের দাগ।

সময়ের ফেরে বাহানা বানায় আইনের দারোয়ান
ইশারায় বলে ফুর্তিবাজদের- বাছাধন হও আগুয়ান!
লজ্জা নেই দিনের আলোয় কিংবা ওদের মুখে
ধর্মাবতার এইসব দেখেও মুক্তি দিবে তাকে...?

রোগ হয়েছে সভ্যতার আজ মাশুল গুনছে নারী
সম্ভ্রম হারিয়ে বহু মুখ রোজ ফিরছে বাড়ি!
স্বাধীন দেশের স্বীকৃতিতেই হচ্ছে কেল্লা পার
ধর্ষণের ঐ আঘাত কিন্তু মারে হাজার বার।

ইত্তেফাক/এটিএন