বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইভিএম ক্রয়ে অনিয়ম: দুদকের জিজ্ঞাসাবাদে ইসির তিন কর্মকর্তা

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৩:২১

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ তাদের জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া তিন কর্মকর্তা হলেন—ইসির উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার ও তৎকালীন সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন। দুদক সূত্রে জানা গেছে, এদিন নির্বাচন কমিশনের মোট ছয়জন কর্মকর্তাকে তলব করা হয়।

দুদকের অভিযোগে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ সংশ্লিষ্টরা টেন্ডার ব্যতীত ও সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ইভিএম ক্রয় করেন। প্রতিটি মেশিনের দাম ধরা হয় প্রায় দেড় লাখ টাকা। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকা।

সংস্থাটির অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানা গেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুদক।

ইত্তেফাক/এএম