শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

আনসারের লিখিত পরীক্ষা ১২ জুলাই, প্রার্থী ২১৪১

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:৪৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণির ১০ ধরনের পদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১২ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পরিচালক (রেকর্ড) মোহাম্মদ নূরুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে মোট ২ হাজার ১৪১ জন প্রার্থী অংশ নেবেন।

পদগুলো হলো সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (২৭), সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার (২০), থানা বা উপজেলা প্রশিক্ষক (৫৪৯), উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা (১৪২০), পোস্টিং সহকারী (৮), প্রুফরিডার (১০), অফিস সহকারী (৪১), সিইউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইন্সট্রাক্টর (৭), আউট বোর্ড মোটর ড্রাইভার (৫০) ও ইলেকট্রিশিন (৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুলাই বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর খিলগাঁও মডেল কলেজকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/টিএইচ