শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের আবেদন ফের চালু

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৬:৩৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধীন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া ফের শুরু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টা থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ আবার চালু হয়। আগ্রহী প্রার্থীরা http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

এর আগে, বুধবার (৩ জুলাই) রাত ৮টার দিকে আবেদন গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছিল। এনটিআরসিএ জানায়, জরুরি কারিগরি রক্ষণাবেক্ষণের জন্যই এই স্থগিতাদেশ দেওয়া হয়।

সময়সীমা ও আবেদনের বিবরণ

  • ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশব্যাপী এমপিওভুক্ত মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এই বিশাল নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • আবেদন গ্রহণ শুরু হয়েছিল গত ২২ জুন থেকে, চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত।

  • আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১৩ জুলাই পর্যন্ত নির্ধারিত রয়েছে।

এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে এনটিআরসিএ।

ইত্তেফাক/আইএ