শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি: রুমিন ফারহানা

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৯:৫৬

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১০ জন নেতার একটা দল, সেখানেও আমরা দেখি যৌন হয়রানি থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না।

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এ মন্তব্য করেন। এনপিসি নেতা আরিফুল ইসলাম আদীবের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপি খুবই খারাপ। আমরা তো শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে- বিএনপি এত খারাপ হয়ে গেছে নিজেরা নিজেদের মারামারি করে, চাঁদাবাজি করে, বিএনপি কী কী জানি করে একটা ম্যানিপুলেটর ইলেকশন করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। সবই তো মানুষের কাছে সামনে আছে। আমলনামাটা মানুষের কাছে আছে।

ইত্তেফাক/এনটিএম