বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ট্রাম্পের আমলেই এফ-৩৫ যুদ্ধবিমান পেতে পারে তুরস্ক, আশা এরদোয়ানের

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২০:৫৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি মেয়াদেই আঙ্কারা এফ-৩৫ যুদ্ধবিমান পেতে পারে বলে আশা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, 'নিজস্ব নিরাপত্তার জন্য আমাদের প্রথম এবং সর্বাগ্রে এফ-৩৫ প্রয়োজন।'

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, এরদোয়ান আরও বলেন, 'আমাদের জন্য এফ-৩৫ ইস্যুটি কেবল সামরিক প্রযুক্তি (প্রাপ্তির) বিষয় নয়, এটি শক্তিশালী অংশীদারিত্বের বিষয়ও। বিশেষ করে ন্যাটোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। আমরা নিজেদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এর উন্নয়ন পর্যবেক্ষণ করছি।'

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি মি. ট্রাম্প আমাদের সম্পাদিত চুক্তিগুলোর প্রতি সত থাকবেন। আমি মনে করি তুরস্কে এফ-৩৫ এর ধীরে ধীরে সরবরাহ ট্রাম্পের মেয়াদকালেই হবে।'

তুরস্কে এই বিমানের সম্ভাব্য সরবরাহ নিয়ে গ্রিসের সমালোচনার জবাবে এরদোয়ান উল্লেখ করেন, ন্যাটো দেশগুলোর তাদের প্রতিরক্ষা অবকাঠামো শক্তিশালী করা উচিত, তাদের চাহিদা পূরণ করা উচিত এবং এর ফলে জোটের প্রতিরক্ষাও শক্তিশালী হওয়া উচিত।

ইত্তেফাক/এসকে