শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নিশ্ছিদ্র নিরাপত্তায় তাজিয়া মিছিল শুরু

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:৩০

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১০টায় এই মিছিল শুরু হয়। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিরাপত্তা বলয়ে ঘেরা মিছিল ঘুরে বেড়াচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক।

তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।

মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাক পরে কাঁধে নিশান, হাতে প্রতীকী ছুরি, আলাম, বেস্তা ও বইলালাম বহন করতে দেখা যায়। শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের আবহে মুখর ছিল পুরো পরিবেশ।

মিছিলে যে পথ দিয়ে জনস্রোত অগ্রসর হচ্ছে, সে পথের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ, র‌্যাব, সোয়াট, ফায়ার সার্ভিস ও সাদা পোশাকে গোয়েন্দারা মিছিল ঘিরে রেখেছেন। একই সঙ্গে ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে।

আশুরা মুসলিম উম্মাহর জন্য শোকাবহ দিন। হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শাহাদাত বরণ করেন। সেই ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা প্রতিবছর আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

ইত্তেফাক/এনএন