শীত মানেই বিয়ের মৌসুম। বিয়ে মানেই বাহারি সাজসজ্জা। বিয়ের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ফ্যাশন হাউস ‘আবায়া অ্যান্ড গাউন’ নিয়ে এসেছে বিশেষ কালেকশন। কনের পোশাকের পাশাপাশি বিয়েতে আসা অতিথিদের জন্যও বিভিন্ন পোশাকের সম্ভার রয়েছে তাদের।
বিয়ে, হলুদ, মেহেদিতে পরার উপযোগী এসব পোশাকে রয়েছে নিজস্ব কারচুপি ও এমব্রয়ডারি, কাট ওয়ার্ক, থ্রিডি ফ্লোরাল ওয়ার্কের কাজ। থাকছে মসলিনের ওপর জামদানীর কাজও।
পোশাকগুলোর দাম পড়বে ৪ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত। কাস্টমাইজ ডিজাইন করে নেওয়ার বিশেষ সুযোগও থাকছে আবায়া অ্যান্ড গাউনে।
পোশাকের নানা রঙের সঙ্গে মিলিয়ে রয়েছে গর্জিয়াস হিজাবের কালেকশন। এসব হিজাবের নকশা একেবারেই নিজস্ব, অনায়াসে বিয়েতে পরা যাবে।