বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শাজাহান খানকে ফের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০১:২১

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, শাজাহান খান আমার নামে মিথ্যাচার করেছেন নিজের দুর্বলতা ঢাকার জন্য আমার নামে মানহানিকর কথা বলেছেন জাতিকে বিভ্রান্ত এবং সড়ক পরিবহন আইনের বাস্তবায়নকে বাধাগ্রস্ত করার জন্য

 

তিনি বলেন, আমার নামে মিথ্যাচার প্রমাণের জন্য তাকে আবারও ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলাম বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলেনিরাপদ সড়ক চাইসংগঠন আয়োজিত এক প্রতিবাদমূলক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

 

লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচারের জন্য নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে ঐদিনই প্রতিবাদ জানানো হয় এবং শাজাহান খানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয় যাতে তিনি প্রমাণ উপস্থাপন করতে পারেন অথবা ক্ষমা প্রার্থনা করেন কিন্তু তিনি তার বক্তব্যের পক্ষে জাতির সামনে কোনো প্রমাণ হাজির করতে পারেননি এবং ক্ষমাও চাননি তাই তাকে আবারও ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছি যদি এই সময়ের মধ্যে তিনি তথ্য তুলে ধরতে না পারেন, তাহলে আমি আইনের পথে হাঁটব

 

শাজাহান খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি কারো পক্ষে-বিপক্ষে নই আমি আপামর মানুষের স্বার্থে কথা বলি কবে কোথায় পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কথা বলেছি সেটা তাকে প্রমাণ করতে হবে

 

শাজাহান খানের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতের নামে যে টাকা উত্তোলন (চাঁদা) করা হয় সেই টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করেছেন, কয়টা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন দক্ষ শ্রমিক গড়ার জন্য, কয়টা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন শ্রমিকদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য কত অংশ ব্যয় করেছেন সেই টাকার?’

আরো পড়ুন : দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ

নিরাপদ সড়ক চাই কতজন দক্ষ চালক তৈরি করেছেশাজাহান খানের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নতুন চালক তৈরি করার জন্য বিনা ফিতে এসএসসি পাস, দরিদ্র, বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স নেওয়ার উপযোগী করে তুলছি

 

সংগঠন পরিচালনার জন্য অর্থ কোথা থেকে আসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, প্রথম ১২ বছর নিজের অর্থে সংগঠন পরিচালনা করেছি বর্তমানে আমাদের প্রায় ১৫ হাজার রেজিস্টার্ড সদস্য বাৎসরিক এবং মাসিক ফি দেয় ১২০টি শাখা সংগঠন প্রতি দুই বছর অন্তর রিনিউ ফি প্রদান করে এছাড়া বহু ব্যবসায়ী আমাদের অনুষ্ঠান স্পন্সর করেন সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন

 

ইত্তেফাক/ইউবি