শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৮ মে ২০২০, ১৭:১৬

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ঢাকার কেরানীগঞ্জের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মোবাইল টিম। অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল অভিযানে নেতৃত্ব দেন। 

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে জিনজিরা বাজারের বারেক স্টোর, জাহাঙ্গীর স্টোর, সেলিম স্টোর ও তোফাজ্জল স্টোরকে জরিমানা করা হয়। 

আরো পড়ুন : খাদ্য উৎপাদন বাড়াতে জমি অনাবাদি রাখা যাবে না: তথ্যমন্ত্রী 

এ সময় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, অধিক মূল্যে পণ্য বিক্রি থেকে বিরত থাকা, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করার জন্য হ্যান্ডমাইকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া পণ্য ক্রয়ে প্রতারিত হলে ভোক্তা হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়। 

ইত্তেফাক/ইউবি