শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাজী সেলিমের বাসা ঘেরাও করে র‌্যাবের অভিযান চলছে

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৫:৫৩

সংসদ সদস্য হাজী সেলিমের বাসা ঘেরাও করে র‌্যাবের অভিযান এখনো চলছে। কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুরান ঢাকার লালবাগে এই অভিযান চলছে। 

এছাড়া নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে হেফাজতে নিয়েছে র‌্যাব। 

সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এই কথা জানান।

ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার রাতে রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খানকে মারধর করা হয়। এসময় ওই কর্মকর্তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন। 

এ ঘটনায় সোমবার হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা করা হয়।  

অভিযোগ থেকে জানা যায়, নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খানের মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন। গাড়িটি হাজী সেলিমের। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন। 

র‌্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ বলেন, এ ঘটনায় মূল অভিযুক্ত হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও ইরফানের দেহরক্ষী জাহিদকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।  

ইত্তেফাক/জেচএইচ