আশুলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১১

র্যাবের অভিযানে আটককৃতরা।
ইত্তেফাক রিপোর্ট০২:৫৯, ১৯ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৬ মিনিট
সাভারের আশুলিয়ায় চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব-৪। রবিবার রাতে আশুলিয়ার গাজীরচট ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আশুলিয়ার গাজীরচট ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় দ্বীন ইসলাম প্লাজার ৫ম তলায় মীম ফোর্স গার্ড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
প্রতারক চক্রটি চাকরির নামে প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে নিত। প্রতারকরা চাকরি প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে আটক করে মারধর এবং আরও চাকরি প্রার্থী সংগ্রহ করে আনতে বলত। লোক সংগ্রহ করে না দিলে তারা ভয়ভীতি প্রদর্শন করত।
ইত্তেফাক/এমআর