শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকার ময়লা দূর করতে কলকাতায় সাঈদ খোকন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৩

ঢাকা শহরের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন রাখতে এক সঙ্গে কাজ করবে কলকাতা। এ জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ঢাকা ও কলকাতা।

শুক্রবার কলকাতা করপোরেশনের মেয়র ফরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বৈঠকটি কলকাতায় অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: ওবায়দুল কাদেরের গাঙচিলের শুটিংয়ে আহত ফেরদৌস-পূর্ণিমা

এই সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। কলকাতা বর্জ্য অপসারণ দফতরের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার।

কলকাতা শহরের জঞ্জাল অপসারণ পদ্ধতি নিয়ে একটি প্রোজেক্ট দেখানো হয় সাঈদ খোকনকে। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে দুই মেয়র বলেন, কলকাতা ও ঢাকার মধ্যে আগামী দিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বর্জ্য অপসারণসহ একাধিক বিষয়ে স্বাক্ষর হবে। খবর: এবেলা

আরো পড়ুন: ঢাকা আসছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান

ইত্তেফাক/জেডএইচ