শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ওই অপুরে, তুই আয় বোনের কাছে আয়’ (ভিডিও)

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩

‘আমার ভাই সারা জীবনের জন্য কান্নাদায় থুইয়া গেল। আমি একা হইয়া গেলাম। ওই অপুরে... ওই অপু... তুই আয়, কোথায় আছস ভাইরে, আয় বোনের কাছে আয়।’

এভাবেই চিৎকার করে ভাইকে খুঁজছেন জরিনা বেগম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বসে কেঁদে কেঁদে ভাইকে ডাকছেন তিনি। কিন্তু বোনের ডাকে সাড়া দেয় না অপু।

বুধবার রাতে রাজধানীর চকবাজারে রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় মারা যান জরিনার দুই ভাই অপু ও মোহাম্মদ আলী। এছাড়া মোহাম্মদ আলীর তিন বছরের ছেলে আরাফাতও পুড়ে মারা যায়। আগুনের ঘটনার সময় তারা রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন।

আরো পড়ুন: মুরাদনগরে দুই ডাকাত গ্রেপ্তার

জরিনা বেগম কান্না করতে করতে বলেন, ‘আমগো চোখের আলো শেষ, আমগো জীবনে আর কোনো দিন আলো আসবো না, আল্লাহ তুমি ভাইকে মাফ কইরা দিও।’

বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইত্তেফাক/জেডএইচ