শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক ইউসুফের স্ত্রীর মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫১

রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় আগুনে দগ্ধ হয়ে তার স্ত্রী মোছাম্মদ তানিয়া মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেয়া হবে।  মৃতের শরীরের বেশির ভাগই আগুনে পুড়ে গেছে।  পরে হাসপাতালে ভর্তি করা হলে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন : বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে আত্মনিয়োগের আহ্বান

এর বুধবার রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

ইত্তেফাক/ ইউবি