মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে জি কে শামীম, ওয়ার্ড লকডাউন

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:২২

করোনা আক্রান্ত হওয়ায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামিমকে বঙ্গবন্ধু মেডিক্যালে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। গত শনিবার কেরানীগঞ্জ জেল থেকে তাকে হাসপাতালে আনা হয়। করোনা নমুনা পরীক্ষায় সোমবার তার রেজাল্ট পজিটিভ এসেছে।

সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম জানান, জি কে শামীম শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনদিন আগে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। জি কে শামীমের করোনা পজিটিভ হওয়ায় কারাগারের যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেই ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে। এছাড়া কারা হাসপাতালের ওয়ার্ডও লকডাউন করা হয়।

কারা হাসপাতালের চারতলায় বেশ কয়েকজন বন্দি জ্বর ও ঠাণ্ডায় আক্রান্ত হয়েছেন। কারাগারের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। নতুন বন্দিদের কারাগারের আলাদা ওয়ার্ডে আইসোলেশন করে রাখা হচ্ছে।।


ইত্তেফাক/ইউবি