শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৯

যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। 

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে এ দিন ধার্য করেন। 

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, আশা করছি, রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা খালাস দাবি করছেন।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।  

এরপরের দিন ২৩ ফেব্রুয়ারি ফার্মগেট এলাকায় পাপিয়ার ইন্দিরা রোডের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব।

সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, তিনটি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। 

এছাড়া হোটেল ওয়েস্টিনসহ পাঁচ তারকা বিভিন্ন হোটেলে নারীদের অনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত করার অভিযোগ রয়েছে পাপিয়ার বিরুদ্ধে। 

পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নিজেকে কেন্দ্রীয় নেত্রী হিসেবেও পরিচয় দিতেন। তাকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ