বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই তরুণী ধর্ষণ: জামিন বাতিল, শাফাত আবার কারাগারে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৮

রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার আরেক আসামি শাফাতের বন্ধু কারাবন্দী নাঈম আশরাফের পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করেন আদালত।

বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক খাদেমুল কায়েস রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: পয়লা ফাল্গুনে হোটেলে থেকে ২৯ তরুণ-তরুণী আটক

২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে আমন্ত্রণ জানান শাফাত। এসময় অস্ত্রের মুখে তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগে করে ৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ওই দুই ছাত্রী। 

এ মামলায় গত বছরের ২৯ নভেম্বর শাফাত আহমেদ জামিন পান। শাফাত আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে।

ইত্তেফাক/জেডএইচ