১৪ ব্র্যান্ডের পাস্তুরিত দুধে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি: বিএসটিআই

বাজারে থাকা ১৪ ব্র্যান্ডের ১৮টি পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে তাতে আশঙ্কাজনক কিছু পায়নি বিএসটিআই। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ মঙ্গলবার প্রতিবেদনটি দাখিল করা হয়।
পরে বিএসটিআইয়ের আইনজীবী সরকার এম আর হাসান জানান, আদালতের নির্দেশে বাজারে থাকা ১৪ ব্র্যান্ডের ১৮টি পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। আদালত বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।
আরও পড়ুন: ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলায় ২৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
বাজারে থাকা পাস্তুরিত দুধ নিয়ে গত বছরের ১৭ মে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে বলা হয়, পাস্তুরিত দুধের ৭৫ শতাংশই নিরাপদ নয়। এ নিয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বাজারে পাওয়া যায় এমন সব ব্র্যান্ডের পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য বিএসটিআইকে নির্দেশ দেন।
ইত্তেফাক/কেকে