শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাশকতার মামলায় বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৭:৫২

সন্ত্রাস ও নাশকতার মামলায় ডিমলা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন নীলফামারী আদালত। রবিবার দুপুরে জামিনে চেয়ে তাদের আদালতে হাজির করা হয়। পরে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম। 

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন ডিমলা থানা পুলিশ। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: গাইবান্ধায় পানি কমছে, বাড়ছে দুর্ভোগ

ডিমলা থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ জানান, তারা খালিশা চাপানী ইউনিয়নে সংঘবদ্ধ হয়ে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হলে তিন মাস আগে আদালতে চার্জশিট প্রদান করা হয়। সেই মামলায় ৭০ জনকে আসামি করা হয়েছিল।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসামি পক্ষের আইনজীবী আল মাসুদ চৌধুরী বলেন, নেতা কর্মীদের হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে। 

ইত্তেফাক/অনি