শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্লগার নিলয় হত্যা: মামলার প্রতিবেদন দাখিল ১৩ অক্টোবর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৩ অক্টোবর ধার্য করেছেন আদালত।

আজ সোমবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এঘটনায় জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে আটক করে।

আরও পড়ুন: রওশনকে বিরোধী দলের নেতা, কাদেরকে উপনেতা করে গেজেট

গ্রেফতার সাতজনের মধ্যে মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ কারাগারে আছেন। এ ছাড়া মাসুম রানা ও তরিকুল ইসলাম নামে অপর দুজন জামিনে রয়েছেন। বাসস

ইত্তেফাক/কেকে