মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রবির কাছে পাওনা নিয়ে হাইকোর্ট আদেশ পেছাল

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৭:০১

বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটার কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা আদায়ের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের ওপর হাইকোর্ট আদেশ পিছিয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন রেখেছেন।রবির আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম বলেন, গত রবিবার হাইকোর্ট আমাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে নিষেধাজ্ঞার আবেদনের ওপর আদেশের জন্য আজ মঙ্গলবার দিন রেখেছিলেন। এখন এটা পিছিয়ে আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় রেখেছেন। গত বছরের ৩১ জুলাই ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে বিটিআরসি রবিকে চিঠি দিয়েছিল। 

আরও পড়ুন: রাজধানীর চারদিকে নদীর তীরে প্লট-ফ্ল্যাট ক্রয়ে সাবধান

পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট করে। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। পরে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রবি। গত ২০ অক্টোবর রবিবার হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন। বাসস

ইত্তেফাক/কেকে